কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপের ড্র আজ। কাতারের দোহা এক্সিবেশন ও কনভেনশন সেন্টারে বাংলাদেশ সময় রাত ১০ টায় হবে বিশ্ব ফুটবলের সবথেকে জনপ্রিয় আসরের ড্র অনুষ্ঠান।
বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে মেতে উঠবে ফুটবল দুনিয়া। কাতারে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমবারের মতো বিশ্বকাপ হবে শীতকালে। ফিফা রেঙ্কিংয়ের ভিত্তিতে চারটি পটে রাখা হবে অংশ নেওয়া ৩২টি দলকে। স্বাগতিক কাতারের সঙ্গে রাখা হবে শীর্ষ ৭টি দলকে। তাদের সঙ্গে অন্য তিন পটের একটি করে দল পড়বে একই গ্রুপে। একই মহাদেশের দুইটির বেশি দেশ যেন একই গ্রুপে না পড়ে, নিশ্চিত করা হবে সেটিও।