কাজের গুণগত মান ভালো না হলে ঠিকাদারদের কালো তালিকাভুক্তির হুঁশিয়ারী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
কাজের গুণগত মান ভালো না হলে ঠিকাদারদের কালোতালিকা ভুক্ত করার হুঁশিয়ারী দিলেন ‘এলজিআরডি’ মন্ত্রী তাজুল ইসলাম। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
দুপুরে গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, টেকসই নির্মাণ কাজের জন্যে দক্ষ শ্রমিক-রাজমিস্ত্রি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে গাজীপুর মহানগরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়।