নিষেধাজ্ঞা শেষে ভরা মৌসুমেও জালে ধরা পরছে না কাঙ্খিত ইলিশ
- আপডেট সময় : ০৩:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৭৬২ বার পড়া হয়েছে
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ভরা মৌসুমেও বাগেরহাটের জেলেদের জালে ধরা পরছে না কাঙ্খিত ইলিশ। এমন অবস্থায় খরচের টাকা তুলতে না পেরে বিপাকে আছেন জেলে আর মহাজনরা। আর মৎস্য বিভাগ বলছে আধুনিক প্রযুক্তির সহায়তা না থাকায় মাছ কম পাচ্ছেন জেলেরা।
নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় সাগরে গেলেও অনেটা শূণ্যহাতে ফিরছেন বাগেরহাটের জেলেরা। ৩০ হাজার জেলে পরিবার খরচের টাকা তুলতে না পেরে দাদনের টাকাও শোধ করতে পারছে না।
মাছ ধরতে না পারায় বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। সব মিলিয়ে জেলে-মহাজনরা খুব কষ্টের মধ্যে রয়েছে।
তবে মৎস্য বিভাগের ভিন্ন মত। জেলেদের আধুনিক প্রযুক্তির ব্যবহার শেখার তাগিদ দিচ্ছেন তারা। মাছের ঝাঁক চিহ্নিত করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার বাড়ানো উচিত বলে মত তাদের।
বাগেরহাটে মাছ ধরার পেশায় রয়েছে প্রায় ৪০ হাজার। নিবন্ধিত জেলের সংখ্যা ১৩ জাহার। তবে বেসরকারি হিসাবে সাগরে ইলিশ আহরণে প্রতি মৌসুমে সাগরে নৌকা ভাসান প্রায় ৩০ হাজার জেলে।




















