কল্যাণপুরের গ্রেপ্তার ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আজ

- আপডেট সময় : ০১:৫৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেপ্তার ১০ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে আজ।
মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ অভিযোগ গঠনের কথা রয়েছে। এরআগে গত ৬ই ফেব্রুয়ারি চার্জ গঠনের বিষয়ে শুনানি হয়। এর পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনে অধিকতর শুনানি জন্য অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে এ দিন ঠিক করেন বিচারক। ২০১৮ সালের ৫ই ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে মামলা অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ১৮ই জুলাই কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক দশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। নড়াইলের কালিয়ায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে আওয়ামীলীগের ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।