কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে সন্ত্রাসী হামালায় কলেজ শিক্ষককে গুরুতর আহত করার প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
দুপুরে ছাত্রলীগের উদ্যোগে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। একই দাবিতে শহরের মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের সামনে মানববন্ধন করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মজিদা কলেজের শিক্ষক ও সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি আতাউর রহমান মিন্টুর উপর যে বর্বর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত ঘৃনীত। সন্ত্রাসীরা তার হাত কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাতে আহত করে। বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। সুস্থ্য হয়ে উঠলেও সারাজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে কলেজ শিক্ষক মিন্টুকে। এ ঘটনার জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থার জোড় দাবি জানানো।