করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ন্ত্রণে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাখতে আশপাশের ৭ জেলায় চলছে কঠোর বিধিনিষেধ।
বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার যান এবং ফেরি চলাচল। ঢাকার সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে বহুমুখী সংকটে পড়েছেন সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ থেকে সব ধরনের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। এসব জেলায় আগামী ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে। পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল বিধিনিষেধের বাইরে থাকবে। বিধিনিষেধ কার্যকরে মহাসড়কে তৎপর রয়েছে আইন-শৃংখলা বাহিনী।