করোনা শনাক্ত না করেই কোন রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি আর শুনতে চায় না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা শনাক্ত না করেই কোন রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ জাতি আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃংলা বিষয়ক জরুরী সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হানিফ আরো বলেন, সবাইকে ঐক্রবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে হবে। বিএনপি মহাসচিবের উদ্দেশ্য তিনি বলেন, করোনা মোকাবিলা করতে জাতীয় কমিটির দরকার নেই, করোনা প্রতিরোধে সচেতনতাই যথেষ্ট। রাজনীতি করার সময় এখন নয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।