করোনা মোকাবেলায় সচেতনতা বাড়াতে প্রচারণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও নড়াইলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহারে বাধ্য করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সামাজিক সচেতনতা বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহারে বাধ্য করাসহ নেত্রকোনার সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করে মোবাইল কোর্ট। এসময় মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকজনকে জরিমানা এবং সকলকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
নড়াইলের আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লার উদ্যোগে যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ সহ সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
করোনা সচেতনতায় মাঠে নেমেছে ফরিদপুর জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাক্স বিতরণের পাশাপাশি জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে।