করোনা মোকাবিলায় মেহেরপুর পৌর এলাকার সব প্রবেশদ্বার বন্ধের ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় মেহেরপুর পৌর এলাকার সব প্রবেশদ্বার বন্ধের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের কাছে গেটলক কার্যক্রম শুরু হয়। মেহেরপুর শহরের ৬টি প্রবেশ দ্বারে অবস্থান নিয়েছেন পৌরসভার কর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা। তবে চিকিৎসার জন্য মানুষদেরকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া কৃষি ও কৃষি পণ্য পরিব্হণের জন্য যানবাহন চলাচল করছে। অন্য কোনো যানবাহন বা বাইরের মানুষকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।