করোনা মোকাবিলায় তহবিল সংগ্রহের জন্য জার্সি,ব্যাট ও জয়ের স্টাম্প নিলামে তুলছেন অ্যান্ডারসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য ক্রিকেট স্মারক- জার্সি, ব্যাট ও জয়ের স্টাম্প অনলাইনে নিলামে তুলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন।
টেস্টে ৫৮৪ উইকেট শিকারি পেসার জিমি অ্যান্ডারসন সবশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কেপ টাউনে সেই টেস্টে ইংল্যান্ডের দারুণ জয়ে বড় অবদান ছিল তার। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২টি। ওই টেস্টের জার্সি, ব্যাট ও জয়ের স্মারক একটি স্টাম্প অটোগ্রাফসহ নিলামে তুলবেন ৩৭ বছর বয়সী পেসার।
কিছুদিন আগে দুটি হাসপাতালে সহায়তার জন্য নিজের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান বাটলার। অনলাইন নিলামে তার জার্সি বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় ৬৮ লাখ টাকা। সতীর্থ জস বাটলারকে দেখে অনুপ্রাণিত হয়েছেন জিমি অ্যান্ডারসন।