করোনা মুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা মুক্ত হলেন বাংলাদেশের টি টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শুরু থেকেই খেলতে পারবেন তিনি।
এর আগে ৮ নভেম্বর করোনা পজিটিভ হয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। খুব একটা উপসর্গ না থাকায় জটিলতা ছিলনা টি-টুয়েন্টি অধিনায়কের। কোভিড আক্রান্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলতে যেতে পারেননি তিনি। পুরো সময়টা ছিলেন সেল্ফ আইসোলেশনে। এদিকে, করোনামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ শিগগিরই যোগ দেবেন তার দল জেমকন খুলনার অনুশীলনে। দলটির অধিনায়ক করা হয়েছে তাকে।