করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত সরকার ক্রমাগত ব্যর্থতা প্রদর্শন করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভূয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। ইতালিতে পৌঁছার পর ১৫২ জন বাংলাদেশীকে দেশটিতে ঢুকতে না দিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত দেয়া প্রমান করে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার দেশের জনগণের স্বার্থের প্রতি কতটা উদাসীন। সরকারের দৃষ্টি শুধুই যেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রতি, প্রবাসীদের স্বার্থের প্রতি নয়। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।