করোনা মহামারিতে পূর্ব ঘোষণা ছাড়াই অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত
- আপডেট সময় : ০৫:৩৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
করোনা মহামারিতে পূর্ব ঘোষণা ছাড়াই অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। সীমিত পরিসরে হলেও রপ্তানি সচল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। শিগগিরই অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে, বন্দর সংশ্লিষ্টরা।
দেশের চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের বড় একটি অংশ আসে ভারত থেকে। বেনাপোল বন্দর দিয়েই প্রতিবছর আমদানি হয় ৩০ হাজার মেট্রিক টন তরল অক্সিজেন। করোনাকালে এর চাহিদা আরও বেড়েছে। কিন্তু, হঠাৎ করেই ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে দেশের আমদানিকারকরা।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২১ এপ্রিলের পর ভারত থেকে কোনো অক্সিজেন আমদানি হয়নি। সে দেশের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। শিগগিরই অক্সিজেন সরবরাহ চালু হবে বলে আশা করে তারা।
সবশেষ ২২ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত এক হাজার ৯৪৬ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দেশে আমদানি করা হয়েছে।

















