করোনা ভ্যাকসিন নিয়ে জনগণের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা ভ্যাকসিন নিয়ে জনগণের মাঝে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ভ্যাকসিন সংগ্রহে বিকল্প খুঁজতে সরকার প্রতি আহবান জানান তিনি।
সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশে করোনার টিকা দেয়া শুরু হলেও তা সংগ্রহে বাংলাদেশের মানুষ শংঙ্কায় রয়েছে । এক্ষেত্রে সরকারের দুরদর্শিতার অভাবকেও দায়ী করেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, বেক্সিমকো কোম্পানির মতো তৃতীয় পক্ষকে করোনার ভ্যাকসিন কিনতে দিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে সরকার। তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বয়স্কদের প্রথমেই টিকা দিতে সরকারের প্রতি আহবান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।