করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১হাজার ৩৫৫, আক্রান্তের সংখ্যা ৬০ হাজার বেশি

- আপডেট সময় : ০৩:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চীনে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৫৫। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪০ জন।মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার বেশি। মোহাম্মদ রিপন হোসেনের রিপোর্ট; জানাচ্ছেন সওবিয়া আয়াত।
গেলো কয়েকদিন ধরে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়তে থাকলেও কমে আসছিলো আক্রান্ত রোগীর সংখ্যা। তবে গেলো ২৪ ঘন্টায় দেখাদিলো ঠিক বিপরীত চিত্র। চীনে কোভিড-১৯ রোগে একদিনে মারা গেছে রেকর্ড সংখ্যক ২৪২ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৩৫৫। গেলো ২৪ ঘন্টায় মরণঘাতী এই ভাইরাসে নুতন করে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪০ জন। সব মিলিয়ে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।
এদিকে, চীনের বাইরে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। ছড়িয়ে পড়েছে ২৭টি দেশে । তবে, চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা জাপানে। দেশটির ইয়োকোহামা বন্দরে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস জাহাজে তিন হাজার ৭০০ যাত্রীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ১৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গেলো বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে উৎপত্তি এই করোনাভাইরাস এখন বিশ্বের কাছে এক আতঙ্কের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগের প্রতিষেধক আসতে প্রায় লেগে যাবে ১৮ মাস।