করোনা ভাইরাসে আক্রান্ত দুদকের পরিচালক মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশন- দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।
আজ ভোরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান জানান, দুদক কর্মকর্তা সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে আটদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত চারদিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে তার স্ত্রী-সন্তান আইসোলেশনে রয়েছে বলেও জানান তিনি।