করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে হজে যেতে না পারলে টাকা ফেরত দেয়া হবে। তাই, আতংকিত না হয়ে এ বছরের হজযাত্রীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দুপুরে সচিবালয়ে তিনি এ আহবান জানান। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার সুযোগ থাকলেও, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র দেড় হাজার জন।
করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও বিশেষ সতর্কতা হিসেবে ওমরাহসহ বেশ কিছু দেশের ভিসা বন্ধ রেখেছে সৌদি আরব। সে দেশে প্রবেশে অনির্দিষ্টকালের জন্য কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। এমন বাস্তবতায় অনিশ্চয়তায় ভুগছেন হজে যেতে আগ্রহী দেশের মানুষ। এক সপ্তাহ সময় থাকলেও, মাত্র দেড় হাজার মানুষ নিবন্ধন করেছেন। যাত্রীদের আতঙ্কিত না হয়ে, হজ্বের নিবন্ধন করার আহবান জানান, ধর্ম প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জানান, সৌদি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এখনো হজ বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আগামি ৩০ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ পালনের সম্ভবনা রয়েছে। ২৩ জুন হজ ফ্লাইট শুরু হবে বলে জানান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।