করোনা, বন্যা ও নৌকাডুবিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মদন উপজেলার হাওরে নৌকাডুবিতে নিহত ১৮টি পরিবারের মাঝে নগদ অর্থ ও কুড়িগ্রামে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নেত্রকোনার মদন উপজেলার হাওরে নৌকাডুবিতে নিহত ১৮টি পরিবারের মাঝে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকালে সদর উপজেলার চর সিরতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিহতের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কুড়িগ্রামে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় নারীদের মাঝে স্বপ্ন প্রকল্পের উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।