করোনা প্রতিরোধে ডাক্তাররা হলো প্রথম সারির যোদ্ধা :তথ্য প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে ডাক্তাররা হলো প্রথম সারির যোদ্ধা। তাদেরকে সুরক্ষিত থেকে চিকিৎসা সেবা দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।
বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে করোনা পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিডি ডাঃ মোশায়ের উল ইসলাম রতন, পিন্সিপাল ডাঃ প্রফেসর ডাঃ আবু সালেহ, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান, জামালপুর জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান ফকিরসহ অন্যরা।