করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটারদের আজ থেকে অনুশীলন শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
প্রথম ধাপে করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা আজ থেকে অনুশীলন শুরু করেছেন। বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
মিরপুরে সবার আগে অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নেটে নিজেকে ঝালিয়ে নেন মুশফিকুর রহিম। ব্যাটিং শেষে বেশ খানিকটা সময় উইকেটে কিপিং করেছেন মুশি। সেন্টার উইকেটের পাশে মোস্তাফিজ-শফিউলদের বোলিংয়ে ব্যাটিং করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে রানিং করেছেন মুমিনুল হক। এদিকে,এতদিন ঢাকার বাইরে অনুশীলন করলেও, প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে অনুশীলনে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও আমিনুল ইসলাম বিপ্লব।




















