করোনা পরিস্থিতে উদ্বিগ্ন রাজশাহীর আমচাষীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আম পাকার সময় ঘনিয়ে আসছে, কিন্তু বাড়ছে সাধারণ ছুটি। করোনা পরিস্থিতে উদ্বিগ্ন রাজশাহীর আমচাষীরা। ইউরোপের বাজারে সবচে’ বেশি আম পাঠানো হয় রাজশাহী থেকে। কিন্তু করোনায় বিশ্ববাজার ধরা যাবে কি না তা নিয়েও কাটছে না সংশয়।
দেশে আমচাষে শীর্ষে থাকা জেলা রাজশাহীতে বছরও ডালভাঙা মুকুল এসেছিল গাছে গাছে। এখন পুষ্ট হয়ে উঠছে আম। কিন্তু করোনায় হাটবাজার প্রায় বন্ধ। তাই দুশ্চিন্তায় চাষীরা। সারাবছরের আয়-রোজগারের জন্য আমের ওপরই ভরসা করেন বহু ব্যবসায়ী। ঋণ নিয়ে বাগান কিনে রাখেন আগেভাগেই। কিন্তু এবার করোনার কারণে উদ্বেগে ব্যবসায়ীরাও।
করোনায় এবার দেশের আম ইউরোপে যাবে কি না- তা নিয়ে সন্দিহান ফল গবেষণা কেন্দ্র ও কৃষি বিভাগ। তবে কৃষকদের লোকসান কাটাতে এখনই বিকল্প বাজারব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। রাজশাহী জেলায় এবার আমের আবাদ হয়েছে ১৭হাজার ৬৮৬হেক্টর জমিতে।