করোনা পরিস্থিতির উন্নতি হলে আরব আমীরাতে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে

- আপডেট সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির উন্নতি হলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আব্দুল্লাহ আলী আলমউদী। আর তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বাংলাদেশীদের জন্য আমিরাতের ভিসা আরো সহজ করার এবং বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের মিশনপ্রধান আব্দুল্লাহ আলী আলমউদী। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, আমীরাতকে বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। এ প্রেক্ষাপটে চট্টগ্রামের মীরসরাইতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগরীতে পৃথক ইকোনোমিক জোনের জন্য জায়গা চেয়েছে ইউএই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিরাতের মিশন প্রধান জানান, আমিরাতের শতবছরের পুরনো ভাস্কর্যগুলো সে দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।