করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে। পাশাপাশি টিকাদান কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তিনি।
সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে, জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে, এসব কথা বলেন, প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, করোনার মধ্যেও কিভাবে অর্থনৈতিক গতি সচল রাখা যায় সে বিষয়ে সরকার সচেতনভাবে কাজ করছে। এছাড়া মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।জনগনের শান্তি প্রতিষ্ঠা ও অভ্যন্তরিণ নিরাপত্তা নিশ্চিতে সংস্থাকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।






















