করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী ও নোয়াখালী ও ময়মনসিংহে আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী শহরের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহিদ হোসেন জানান, মৃত বারেক গাজী ১০/১২ দিন ধরে জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। পারিবারিকভাবে তাকে বাড়ীতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে বুধবার সন্ধ্যায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হলে কিছুক্ষণ পরই মারা যান তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে তারেক নামে আরো একজনের মৃত্যু হয়েছে। সে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নে একটি ভাড়া বাসায় মারা যায়। তারেক নোয়াখালী চাটখিল উপজেলার কড়িহাটি এলাকার মৃত রফিক উল্যাহর পুত্র। নোয়াখালী চৌমুহানী বাজারের হকার তারেক দীর্ঘদিন জ্বর ও সর্দি কাশিতে ভুগছিল।
এদিকে ময়মনসিংহর ধোবাউড়ায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আব্দুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গেলরাতে উপজেলার ঘোষগাঁও বাজারে তার মৃত্যু হয়।