করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
গাইবান্ধা ও ময়মনসিংহে সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও জ্বরের মতো করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে স্বাস্থ্য বিভাগ মৃতদেহের নমুনা সংগ্রহ করেছে। পরে মৃতব্যক্তি ও তার বাড়ীর আশপাশের ৩টি বাড়ীর সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন। অন্যদিকে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে সোনাচরণ দাশ মারা গেছেন। রোববার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম বলেন, মৃতব্যক্তি অ্যাজমা রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।
ময়মনসিংহের হালুয়াঘাটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আব্দুল মজিদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে জ্বর নিয়ে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সকালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মুনির আহমেদ।