করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে ২ জনসহ ৪ জেলায় ৫ আরো জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে ২ জনসহ ৪ জেলায় ৫ আরো জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন উপজেলার কাশর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন এবং ছফরউদ্দিন। তারা জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার অধিবাসী ইতালি প্রবাসী ছালাম খালাশী করোনা উপসর্গে মারা গেছেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি ইতালি থেকে মাদারীপুরের নিজ বাড়িতে আসেন। এক সপ্তাহ আগে তার জ্বর, কাশির সাথে নিউমোনিয়া দেখা দিলে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনা উপসর্গে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দুরুদ মিয়ার মৃত্যু হয়েছে। গেলরাতে তার মৃত্যু হয়। শ্রীমঙ্গলের মাজিদিহি চা বাগান এলাকার অধিবাসী দুরুদ মিয়া কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন আহাদ আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি দেবহাটা উপজেলার সখিপুর এলাকার বদরুদ্দীন গাজীর ছেলে।