করোনা উপসর্গ নিয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বীর প্রতীক মারা গেছেন

- আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বীর প্রতীক মারা গেছেন।এছাড়া ফেনীতে ৩ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহে জ্বর ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বীর প্রতীক। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, গত তিনদিন ধরে আশরাফ আলী খান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
এদিকে, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে। গেলরাতে ও দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদেরমধ্যে ২ পুরুষ ও ১ জন নারী রয়েছেন। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানায়, গেলরাতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে আবুল হোসেন নামে একজন মারা যায়। এর আগে এর আগে নুরুল হুদা ও হারিসা খাতুন নামে আরো ২ জন মারা যায়।