করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে বিভাগীয় নগরী রাজশাহী

- আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে ফাঁকা হয়ে যাচ্ছে বিভাগীয় নগরী রাজশাহী। অঘোষিতভাবে বন্ধের উপক্রম বিপনী-বিতানগুলোও। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সন্ধান না মিললেও বাড়তি সতর্কতায় বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার বাস চলাচল। ফলে থমকে গেছে জনজীবন।
দেশজুড়ে করোনাআতঙ্কে এখন ঘরমুখী মানুষ। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না বেশির ভাগই। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি, সভা-সমাবেশসহ সব ধরনের অনুষ্ঠানও বন্ধ। ফলে থমকে গেছে সকল কার্যক্রম। প্রায় জনশুন্য রাস্তাঘাট। ক্রেতা না থাকায় ফাঁকা হয়ে পড়েছে।
এদিকে, এখনো দেশের সকল জেলায় বাস যোগাযোগ স্বাভাবিক থাকলেও করোনা ভাইরাস সতর্কতায় রাজশাহীতে আগেভাগেই ঢাকাসহ সকল দূরপাল্লার রুটে বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
তবে জেলা প্রশাসন জানিয়েছে, রাজশাহীতে এখনো করোনা আক্রান্ত রোগীর সন্ধান নেই। কিন্তু সরকারি সিদ্ধান্ত ছাড়া নিজ উদ্যোগেই বাড়তি সতর্কতা হিসেবে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। তবে স্বাভাবিক থাকবে পণ্য পবিরহন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যমতে, শনিবার পর্যন্ত রাজশাহীর আট জেলায় বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরেছে এক হাজার ৭২৪ জন। এদের মধ্যে এখন কোয়ারেনটাইনে আছেন ২২৪ জন প্রবাসী।