করোনা আতঙ্কের মধ্যে ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে হাজারো মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যে ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে হাজারো মানুষ।পুলিশ চেকপোস্ট উঠিয়ে নেয়ার পর গতকাল থেকেই ব্যক্তিগত ব্যবস্থায় ছুটি কাটাতে গন্তব্যে ছুটছেন ঘরমুখো মানুষ।
করোনাভাইরাসের সংক্রমণের পরিস্থিতির মধ্যেই কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন। ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা ছাড়ার সুযোগ দেয়ার পর দলে দলে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সড়কের পাহারা সরিয়ে নিয়েছে পুলিশ। গাবতলীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানালেন, বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বসানো চেকপোস্ট কর্তব্যরত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।