করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে

- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কের মধ্যেই চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে হাসপাতালে আসতে শুরু করেছে ডেঙ্গু রোগী। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। যদিও সিটি মেয়রের দাবি, করোনা মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।
মার্চ থেকে মে এই তিন মাস ডেঙ্গু রোগের জিবাণু বহণকারী এডিস মশার প্রজনন মৌসুম।তাই এই সময়টা ডেঙ্গুর জন্য ঝুঁকিপুর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। কাজেই অন্য বছর এই সময়ে মশক নিধন আর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে সিটি কর্পোরেশন। কিন্তু এবার ব্যস্ত করোনা মোকাবিলায়। ফলে বন্দর নগরীতে বাড়তে এডিস মশার দাপট।আক্রান্ত রোগী আসতে শুরু করেছে হাসপাতালে। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে, নিজস্ব কর্মীদের নানা দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি মশক নিধন কার্যক্রম গতিশীল করতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
খাতা কলমে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম শুরু হলেও তাতে তোড়জোড় নেই তেমন। কোথাও কোথাও ওষুধ ছিটানোর কাজে পরিছন্ন কর্মীদের দেখা গেলেও বেশিরভাগ এলাকা ধরাছোয়ার বাইরে। তবে এই কার্যক্রম জোরালোভাবেই চলছে বলে দাবি মেয়রের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বললেন, করোনার কারণে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। আর তাই হাসপাতালে মাঝে মধ্যে কিছু ডেঙ্গু রোগী এলেও অন্য বারের মতো ভয়াবহ আকার ধারণ করার আশংকা নেই। করোনার কারণে জনমনে সচেতনতা বাড়ায় অতোটা ভয়াবহ না হলেও ডেঙ্গুকেও খাটো করে দেখার সুযোগ নেই বলে জানান, ব্রিগে: জেনা: এসএম হুমায়ুন কবির। ফুটেজ-৩ ও সেটাপ