করোনায় ২৪ ঘণ্টায় আরও ১৩৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সারাদেশে করোনায় গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে। একই সময়ে ৬ হাজার ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে পুরুষ ৮৪ এবং নারী ৫০ জন। ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে ২২ হাজার ৬৮৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার মিলেছে প্রায় ২৭ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন সাড়ে চার হাজার। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ৩০ হাজার জন। আর সুস্থতার হার ৮৮ শতাংশ।