করোনায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়ালো আজ। সর্বোচ্চ মৃত্যুর দিনে মিছিলে ২৫৮ জনের মরদেহ। আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯০২ জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে দেখা দেছে উপচে পড়া ভিড়।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজকের তথ্যসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৯ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। গেলো ২৪ ঘণ্টায় সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ৪৭৮টি। একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮.৪৪ শতাংশ। এদিকে রোগীর স্বজনরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও শয্যা পাচ্ছে না কেউ। আশঙ্কাজনক রোগীদের জন্যও পাওয়া যাচ্ছেনা আইসিইউ। করোনা পরীক্ষাতেও চরম ভোগান্তি তাদের, লাইনে দাঁড়িয়ে কাটছে ঘন্টার পর ঘন্টা। এদিকে, এর আগে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ২৪৭।