করোনায় ঝিনাইদহে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহারে বাড়ছে পরিবেশ দূষণ

- আপডেট সময় : ০৮:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে ঝিনাইদহে বেড়েছে প্লাস্টিকের গ্লাস ও প্লেটের ব্যবহার।কিন্তু এ অভ্যাসে বাড়ছে পরিবেশ দূষণ। পরিবেশবিদরা বলছেন, প্লাস্টিকের পণ্য কতোটা স্বাস্থ্যসম্মত নয় তা অনেকেই জানেনা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দিতে মত তাদের।
করোনার সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ শহরসহ গ্রামাঞ্চলের মানুষ এখন ব্যবহার করছে প্লাস্টিকের গ্লাস ও প্লেট। বিভিন্ন হোটেল- রেস্তোরাঁয়ও এই তৈজস ব্যবহার বেড়েছে। কিন্তু ব্যবহার শেষে সেগুলো ফেলা হচ্ছে পুকুর, ডোবা, ড্রেন কিংবা রাস্তার পাশে।
স্থানীয় চিকিৎসকরা বলছেন, প্লাস্টিক পণ্য স্বাস্থ্যের জন্য মোটেও সঠিক নয়। সঠিক ব্যবস্থাপনা না হলে পরিবেশ দূষণের শংকা তাদের।
প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ। ব্যবহৃত জিনিস নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ মেয়রের।
জেলাবাসীকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন, জেলা প্রশাসক।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা ঝিনাইদহবাসীর।