করোনায় চরম লোকসানে পড়েছে ঝিনাইদহের ফুলচাষীরা

- আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনার কারণে গত মৌসুমে চরম লোকসানে পড়েছে ঝিনাইদহের ফুলচাষীরা। সেই লোকসান কাটাতে এখন ব্যস্ত সময় পার করছে তারা। ভালো ফলনের জন্য করছে নিয়মিত পরিচর্যা। আশা করছেন ফলন আর দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে দেখবে লাভের মুখ।
গত মৌসুমের লোকসান কাটাতে জেলার সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার মাঠে মাঠে আবাদ করা হচ্ছে গাঁদা, গোলাপ, জাবরেবাসহ নানা জাতের ফুল। ফলন ভালো পেতে আগাছা দমনে কীটনাশক, সেচ, সার দিচ্ছে কৃষক।
উৎপাদন ভালো হলে, গত মৌসুমের লোকসান ঘুচে যাবে বলে আশা করছে, তারা। জানুয়ারি-ফেব্রুয়ারির বিভিন্ন দিবসের বাজার ধরতে ব্যস্ততা বেড়েছে তাদের। তবে, ফুলের দাম কমার পাশাপাশি বেড়েছে সার ও কীটনাশকের দাম। এ নিয়ে ক্ষুব্ধ চাষিরা।
ভালো ফলন পেতে প্রশিক্ষণসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
এখন পর্যন্ত জেলার দেড়’শ হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করা হয়েছে। আগামী দু’মাসে তা ছাড়িয়ে যাবে পাঁচ’শ হেক্টরের বেশি।