করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৯ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো ২৬ হাজার ২৭৪। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ তিন হাজার ৬৮০ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১০ দশমিক এক এক শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক সাত আট শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক দুই তিন শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক সাত পাঁচ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ২৯৪টি। দেশে মোট ৮৯ লাখ ৫৮ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মারা গেছেন ৭৯ জন। এর মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৮, চট্টগ্রামে ২৩, রাজশাহী-সিলেটে আট জন করে, খুলনায় চার, বরিশাল ও ময়মনসিংহ তিন জন করে এবং রংপুরে দুই জন।