করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০৫:৫০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। শাকসবজি বিতরণ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাফর আলী।
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দুই সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া বাস, ট্রাক, সিএনজি অটোরিক্সার দুই শতাধিক চালকের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
করোনার সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনা সৃষ্টিতে নড়াইল জেলায় ৪৫ হাজার মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক।
সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের হট লাইনে ফোন দিলেই করোনা আক্রান্তের কাছে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে অক্সিজেন। এই ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন কালে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা কালে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।