করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ২১ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৭:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
দেশে করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা এখন ৩৪৯ জন। আর ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে এ যাবতকালের রেকর্ড ১ হাজার ৬০২ জন রোগী। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৭০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ধূমপান করোনার ঝুঁকি দ্বিগুণ বাড়ায় উল্লেখ করে নিজের এবং পরিবারের সুরক্ষায় সকলকে ধূমপান পরিহারের আহবান জানান তিনি।
সারাদেশে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। আর করোনার সবশেষ পরিস্থিতি ও তথ্য তুলে ধরতে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এসময় ৯ হাজার ৭’শ ৮৮টি নমুনা পরীক্ষা করে সারাদেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।
ঢাকাসহ সারাদেশের মৃতদের আলাদা তথ্য তুলে ধরেন তিনি।
নতুন করে ২৩১ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে, আর কোয়ারেন্টাইনের রাখা হয়েছে ৩ হাজার ৪’শ ১২জনকে।
ধূমপান করোনার ঝুঁকি দ্বিগুণ বাড়ায় উল্লেখ করে সকলকে ধূমপান পরিহারের আহবান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।