করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফখরুল কবির। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাত আড়াইটার দিকে শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
তিনি জানান, গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হন ফখরুল কবির। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীরও করোনা পজিটিভ এবং তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান আলমগীর। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর’র উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা। তিনি ২৭তম বিসিএস কর ক্যাডারের সদস্য ছিলেন।























