করোনার মতো বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের দোসরদের মোকাবিলা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনার মতো বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের দোসরদের মোকাবিলা করা হবে বলে, মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন স্কুলের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি স্থানীয় প্রশাসনকে স্বাস্থ্য বিধি মেনে সকল প্রকার দায়িত্ব পালনেরও পরামর্শ দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র সবুজ সিদ্দিক সাগরসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।




















