করোনার ধাক্কা কাটিয়ে জমজমাট বাবুরহাট কাপড়ের বাজার
- আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
করোনার ধাক্কা কাটিয়ে জমজমাট দেশের সবচেয়ে বড় দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেকেরচর বাবুরহাট। ঈদকে সামনে রেখে গত বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় পাইকারি বিক্রেতারা। তবে, সুতার দাম বেশি হওয়ায় বেড়েছে কাপড়ের দাম। কেনাকাটায় এর কতটা প্রভাব পড়বে তা নিয়ে দু:শ্চিন্তায় ব্যবসায়ীরা।
রোজার শুরুতেই ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেকেরচর বাবুরহাট।
মাথার টুপি থেকে শুরু করে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট ও প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়সহ দেশীয় তৈরি সব ধরনের কাপড় মেলে এই বাজারে। দেশীয় বস্ত্রের ৭০ ভাগ চাহিদা পূরণ হয় এই বাজার থেকেই।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবার কাপড়ের দাম বেশি বলে জানান ক্রেতারা।
করোনা মহামারীতে দু’বছর লাভের মুখ দেখেনি ব্যবসায়িরা।ঈদে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। তবে কাপড়ের দাম বাড়ায় কেনাকাটায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে শংকা কাটছেই না
ঈদকে ঘিরে দুই হাজার কোটি টাকার বেচাকেনা হওয়ার কথা থাকলেও তা কম হবে বলে মনে করছেন ব্যবসায়িক নেতা।
প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত বাবুরহাটে ছোট বড় মিলিয়ে সাড়ে পাঁচ হাজার দোকান রয়েছে। সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার টানা চারদিন চলে এই হাটের বেচাকেনা।










