করোনার কারণে বন্ধ হয়ে গেছে পঞ্চগড়ের তিন শতাধিক তাঁত কারখানা

- আপডেট সময় : ০১:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনার কারণে বন্ধ হয়ে গেছে পঞ্চগড়ের তিন শতাধিক তাঁত কারখানা। এ কারণে বিপাকে পড়েছেন তাঁত-নির্ভর পাঁচ সহস্রাধিক শ্রমিক। লোকসানে পড়েছেন কারখানা মালিকরাও। কাজ না থাকায় টানাপোড়েনের সংসারে অর্ধাহারে-অনাহারে কাটছে তাদের দিন।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের মোটা সন্ন্যাসী এলাকায় গত কয়েক বছরে গড়ে উঠেছে ছোট বড় তিন শতাধিক তাঁত কারখানা। শাড়ী, ওড়না ও থ্রি-পিচ তৈরি হতো এই তাঁত পল্লীতে। তাঁতের খট খট শব্দে ব্যস্ত সময় পার করতেন কারিগররা। কিন্তু মহামারি করোনায় থমকে গেছে তাদের জীবনযাত্রা। সরব তাঁত পল্লীতে নেমে এসেছে নীরবতা। শূন্য পড়ে রয়েছে মেশিনগুলো। দুর্ভোগে পড়েছেন সাপ্তাহিক মজুরি নির্ভর তাঁত শ্রমিকরা। এখনো তাদের ঘরে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছায়নি।
এদিকে ঋণ নিয়ে পুঁজি খাটিয়ে লোকসানের আশঙ্কা করছেন তাঁত কারখানা মালিকরা। পঞ্চগড়ে এ পর্যন্ত ১১ হাজারের বেশি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি সরকারি ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।