করোনার কারণে ক্ষতির মুখে নৌকা শিল্প কারিগররা
- আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
করোনার প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী নৌকার হাটে। প্রতিবছর বর্ষা মৌসুমে এই হাট বসে পিরোজপুরের আটঘর কুড়িয়ানায়। প্রায় ১৫ হাজার পরিবার বংশ পরম্পরায় করে আসছে নৌকা তৈরির কাজ। কিন্তু, মৌসুম শুরু হলেও, এবার করোনার কারণে ক্ষতির মুখে নৌকা শিল্প কারিগররা।
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানার খালে বসে দেশের সবচে বড় ঐতিহ্যবাহী নৌকার হাট। প্রতিটি নৌকা আড়াই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয়। ঝালকাঠি-পিরোজপুর ছাড়াও, বরিশাল-মাদারীপুর-ফরিদপুরের লোকজনও এ হাটে নৌকা কিনতে আসে।
এবার, হাটে নতুন নতুন নৌকা উঠলেও করোনার কারণে ক্রেতার দেখা নেই। বিক্রেতারা পড়েছেন চরম সংকটে। কারিগররা বলছে, সরকারি সাহায্য ছাড়া ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়। এদিকে, ইজারার টাকা ওঠানো নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন, হাটের ইজারাদার।
ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার কথা ভাবছে স্থানীয় সরকারি সহায়তা পেলে ঘুরে দাড়াঁনোর আশা করে, নৌকা তৈরির কারিগররা।


















