করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে একজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মিজানুর রহমানের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। ওই ইউনিটের ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার রাত একটার দিকে মিজানুর রহমানকে ভর্তি করা হয়। তিনি কিডনির রোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।