করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না পাওলো দিবালার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনাভাইরাস যেন পিছু ছাড়ছে না জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার। করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার তিন দিনের মাথায় ফের করোনায় আক্রান্ত হলেন এই আর্জেন্টাইন।
এ নিয়ে গেলো ছয় সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে দিবালার।
স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোর তথ্য অনুযায়ী, গেলো ছয় সপ্তাহে চারবার করোনা পরীক্ষা করা হয়েছে দিবালার। প্রতিবারই ফল এসেছে পজিটিভ। এক বিবৃতিতে করোনাভাইরাসের কারণে শ্বাসকষ্টের বিষয়টি নিশ্চিত করেছেন দিবালা। তার আগে, আর্জেন্টাইন তারকার সর্বপ্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন গেলো ২১ মার্চ। সেবার অবশ্য তার বান্ধবী অরিয়ানা সাবাতিনির সহ করোনায় পজিটিভ হয়েছিলেন দিবালা। আগের চেয়ে তার বান্ধবী সুস্থবোধ করলেও, নিজের সমস্যা এখনো দূর হয়নি বলেও জানান এই আর্জেন্টাইন।