করোনাভাইরাস মহামারীতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাস মহামারীতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ মারা গেছেন। তিনি দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। সোমবার তিনি পেশোয়ারের হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। সর্বোচ্চ পর্যায়ে খেলা কোন ক্রিকেটারের এই প্রাণঘাতি ভাইরাসে মৃত্যুবরণ করার ঘটনা এই প্রথম।
সপ্তাহখানেক আগে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকে। তিন দিনের মধ্যে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে -আইসিইউ। সোমবার সেখানেই মারা যান তিনি। ১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর পেশোয়ারের হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। খেলা ছাড়ার পর কোচিংয়েও নাম লেখান, সেখানে বাড়ে বেশ পরিচিতিও। তার ছোটভাই আখতার সরফজার খেলেছেন পাকিস্তান জাতীয় দলেও। গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আখতার।