করোনাভাইরাস বাংলাদেশে তিনজন শনাক্ত হওয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানসূচি পুনর্বিন্যাস

- আপডেট সময় : ১০:৪০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপ এবং বাংলাদেশেও এ রোগে আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
একারণে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশাল কলেবরে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। এ অনুষ্ঠান কবে হবে তা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে ধানমন্ডি ৩২ নম্বরে ও টুঙ্গিপাড়ায় ওই দিন যে কর্মসূচি আছে, তা ব্যাপক জনসমাবেশ পরিহার করে সীমিত আকারে করা হবে। রোববার সন্ধ্যায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ উপলক্ষে গঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পরে রাতেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী। এসময় স্কুল-কলেজে যেসব কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেগুলো জনসমাবেশ পরিহার করে সীমিত আকারে করার পরামর্শ দেয়া হচ্ছে।