করোনাভাইরাস ইস্যুতে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের সমালোচনা করেছেন ট্রাম্প

- আপডেট সময় : ০১:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস ইস্যুতে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এবং চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করছে, তা তাদের কাছে সবসময় ঠিক মনে হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ডব্লিউএইচওকে দেয়া মার্কিন তহবিল বন্ধ করে দিয়েছেন। করোনা মহামারিতে চীনের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা চীনকে সহযোগিতা করতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা করতে দেয়নি। প্রতি বছর প্রায় ৫০০ মিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র । শিগগিরই তিনি একটি ঘোষণা দেবেন কারণ ডব্লিউএইচও চীনের পুতুলে পরিণত হয়েছে। ডব্লিউএইচও’র কাছে চীনের সব কর্মকাণ্ড ঠিক । তবে চীন তাদের মাত্র ৩৮ মিলিয়ন ডলার অনুদান দেয় বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।