করোনাভাইরাসের কারণে প্রথম টায়ারের ফুটবল মৌসুম বাতিল করেছে নেদারল্যান্ডস
- আপডেট সময় : ০২:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের কারণে প্রথম টায়ারের ফুটবল মৌসুম বাতিল করেছে নেদারল্যান্ডস। দেশটার সরকার সেপ্টেম্বর পর্যন্ত সব মেজর ক্রীড়া ইভেন্ট স্থগিতের ঘোষণা দেয়ার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে ডাচ ফুটবলের গভর্নিং বডি।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সুবাদে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের মাঠে গড়াতে যাচ্ছে জার্মানির সর্বোচ্চ মর্যাদার ঘরোয়া টুর্নামেন্ট বুন্দেসলিগা। অথচ তাদের ঠিক বিপরীত নেদারল্যান্ডস। ১৯৫৬ সালে গঠিত হওয়া ডাচ ফুটবল লিগ প্রথমবারের মতো বাতিল হলো কোনো চ্যাম্পিয়ন ছাড়াই। অথচ দুইয়ে থাকা আল্কমারের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো আয়াক্স। কোনো প্রমোশন কিংবা রেলেগেশন নেই, তবে বর্তমান এই পয়েন্ট টেবিলের হিসেবেই আগামী মৌসুমে উয়েফার আসরগুলোতে অংশ নেবে ক্লাবগুলো। এদিকে, করোনাভাইরাসের প্রভাবে এরই মধ্যে নেদারল্যান্ডসে মারা গেছে চার হাজারের বেশি মানুষ।



















