করোনাকে টেস্ট উইকেট মনে করে কোন ভুল না করে ব্যাট করার সাথে তুলনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসকে, টেস্ট উইকেট মনে করে কোন ভুল না করে ব্যাট করার সাথে তুলনা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি এই পরিস্থিতি থেকে জয় পেতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ভারতের সাবেক অধিনায়ক।
গেলো বছর, ৩৫তম সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন সৌরভ গাঙ্গুলি। এ সময়টায় ভারতীয় ক্রিকেটের নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকার কথা ছিলো তার। কিন্তু এক করোনায় থামিয়ে দিয়েছে সব কিছু। স্থগিত আইপিএল। নেই জাতীয় দলের কোন খেলা। তাই ঘরে বসে সময় কাটছে গাঙ্গুলির। আর এই সময়টাকে তিনি তুলনা করলেন টেস্টের কঠিন উইকেটে–ব্যাট করার মতো পরিস্থিতির সাথে। টেস্ট ক্রিকেটে, স্থির হওয়ার পাশাপাশি একজন ক্রিকেটারের যেমন রান করতে হয়। তেমনি করোনাকে জয় করতে হলে সর্তক তাকতে হয় বলে মনে করেন বিসিসিআই সভাপতি।















