করোনা ভাইরাসের কারণে এবার স্থগিত হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা-ভারত ও শ্রীলংকা-ইংল্যান্ড সিরিজের পর করোনা ভাইরাসের কারণে এবার স্থগিত হলো অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি দর্শক শূন্য গ্যালারীতে অনুষ্ঠিত হলেও, পরের দুই ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে করোনাভাইরাসে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে এপ্রিল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ স্থগিতের নির্দেশনা দিয়েছে ফিফা। একই কারণে পিছিয়ে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–আইপিএল। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। ভারতের বিপক্ষে কোন ম্যাচ না খেলেই ফিরেছে দক্ষিণ আফ্রিকা। এবার সে পথেই হেটেছে নিউজিল্যান্ড। দেশে প্রতিরক্ষা নীতি জোরদার করায়-দ্রুত ফিরিয়ে নেয়া হয়েছে ক্রিকেটারদের। এদিকে আসন্ন নিউজিল্যান্ড সফরও স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।